৪৫০ চলচ্চিত্রের প্রতিযোগিতায় সেরা ২৯-এ ঢাবির সাবেক ছাত্র শারীফের ‘ইনভেস্টমেন্ট’
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট শর্টফিল্ম ফেস্টিভ্যালের (আইএসএসএফএফ ২০২৫) দ্বিতীয় আসর। এই আসরে জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী ও তরুণ চলচ্চিত্র নির্মাতা শারীফ অনির্বাণের ‘ইনভেস্টমেন্ট’। আগামী শুক্রবার (৩০ মে) ইস্তাম্বুলের অ্যাটলাস সিনেমা হলে এটি প্রদর্শিত হবে।
এ বছরের ফিল্ম ফেস্টিভ্যালে সারা বিশ্ব থেকে থেকে ৪৫০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্যে ২৯টি চলচ্চিত্রকে চূড়ান্ত তালিকায় নির্বাচিত করেছে জুরি বোর্ড। শারীফ অনির্বাণের ‘ইনভেস্টমেন্ট’ তারই একটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শারীফ অনির্বাণ নিজেই।
ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে তিনি বলেন, তুর্কি সরকারের আয়োজনে এই উৎসবের মূল লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিভাবান নির্মাতাদের একই মঞ্চে এনে তাদের সৃষ্টিশীল কাজ উপস্থাপনের সুযোগ করে দেওয়া। একই সঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে সংযোগ স্থাপন করা।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা বলেন, “বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানের সুন্দর ভবিষ্যৎ তৈরির লক্ষ্যে দিনমজুর বাবার আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ইনভেস্টমেন্ট’। সমকালীন সমাজের অর্থনৈতিক বাস্তবতা, পারিবারিক প্রত্যাশা এবং তরুণদের মানসিক সংকটকে কেন্দ্র করে এ সিনেমা নির্মাণ করা হয়েছে। এটি একটি সংবেদনশীল ও ভাবনা উদ্রেককারী চলচ্চিত্র। আমার বিশ্বাস এটি বৈশ্বিক দর্শকদের নজর কাড়বে।”
তিনি আরও বলেন, ‘এই স্বীকৃতি শুধু আমার একক অর্জন নয়। এটি বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র ধারার তরুণ নির্মাতাদের সম্মিলিত পথচলার প্রতিফলন। চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ বদলের এক শক্তিশালী হাতিয়ার। আমার বিশ্বাস উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের তরুণ নির্মাতারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিহাস, সংস্কৃতি ও চিন্তাশীল চলচ্চিত্র ধারাকে এগিয়ে নিতে পারবে।’
এর আগে শারীফ অনির্বাণের প্রযোজনা ও পরিচালনায় কসমোপলিটন, সোনার বাংলা, ড্রিম ড্রাইভার, অল্টারনেটিভ, নীলা উপাখ্যান, সিক্রেট অব হ্যাপিনেস শিরোনামে স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি ফিল্ম এশিয়া, ইউরোপ, আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে সুনাম কুড়িয়েছে।
শারীফ অনির্বাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী ও প্রাইম ইউনিভার্সিটির শিক্ষক। তিনি বর্তমানে তুরস্ক সরকারের প্রেসিডেনশিয়াল স্কলারশিপের আওতায় ইজমির-এর দোকুজ এয়লুল ইউনিভার্সিটির শিক্ষা প্রযুক্তি ‘শিক্ষায় চলচ্চিত্রের প্রভাব: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ বিষয়ে পিএইচডি গবেষণা করছেন।