বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা সমাধানে বাংলাদেশি তরুণরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ০১:১৭ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫১ PM
বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে বৈষম্য দূর করার লক্ষ্যে তরুণদের উদ্ভাবিত ধারণা নিয়ে অনুষ্ঠিত হল চার দিনব্যাপী এক আন্তর্জাতিক প্রদর্শনী। মঙ্গলবার নরওয়ের অসলোতে অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে মোবাইল ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বৈশ্বিক স্বাস্থ্য সমস্যার সমাধানে চারটি নতুন ধারণার প্রদর্শন করে টেলিনর ইয়ুথ ফোরাম। এতে বাংলাদেশ থেকে টেলিনর ইয়ুথ ফোরামের দুজন বিজয়ী এবং অন্যান্য দেশ থেকে আসা টেলিনরের বিজয়ীরা অংশ নেন।
টেলিনর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টেলিনর ইয়ুথ ফোরামের ১৬ জন প্রতিনিধি (২০১৮-২০১৯ কর্মসূচির জন্য) বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে বৈষম্য দূর করার লক্ষ্যে চার দিন ধরে অসলোতে এর সমাধান নিয়ে কাজ করছেন। স্বাস্থ্যবিষয়ক চ্যালেঞ্জগুলো হলো—কৃষি উপযোগিতা বৃদ্ধি, বিশুদ্ধ পানি নিশ্চিত করা, অসংক্রামক রোগের সংক্রমণ হ্রাস করা এবং জনসংখ্যার ক্রমবর্ধমানে বয়স্কদের সহায়তা করা। প্রতিনিধিদের চারটি দল তাদের প্রস্তাব বিচারকদের সামনে তুলে ধরে। বিচারকদের মধ্যে ছিলেন ইউনিসেফের করপোরেট পার্টনারশিপস অ্যান্ড ইনোভেশনের পরিচালক আমের ফরিদ, শির প্রধান নির্বাহী সুসানে কালুজা, টেলিনর গ্রুপের ইভিপি অ্যান্ড হেড অব পিপল সিসিলিয়ে হইচ ও টেলিনর হেলথের চিফ গ্রোথ অফিসার ম্যাথিউ গিলফোর্ড।