ঢাকার রাস্তায় নেচেছেন নোয়েল রবিনসন, কে এই নৃত্যশিল্পী
নোয়েল রবিনসনকে কি চেনেন? যারা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তারা দেখামাত্রই চিনবেন। সম্প্রতি ঢাকায় এসেছেন জার্মান এই টিকটকার ও নৃত্যশিল্পী। সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লাসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন তিনি। যেখানেই গেছেন, সেখানেই তৈরি করছেন মজার কনটেন্ট। পাশাপাশি ঢাকার রাস্তায় নেচেছেন, মাতিয়েছেন দর্শকশ্রোতাদের।
ঢাকার রাস্তায় ঘোরাঘুরির কয়েকটি ভিডিও ক্লিপ নোয়েল তার টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করেছেন। নোয়েলের পোস্ট করা কোনো ভিডিওতে দেখা গেছে, সেই সিগনেচার নৃত্য নিয়ে সবখানে হাজির হয়েছেন। কখনো তিনি নেচেছেন পথচারী, দোকানদার, কখনোবা পুলিশের সঙ্গেই। এমনকি নেচেছেন ‘তুফান’ সিনেমার লাগে ‘উরাধুরা’ গানেও। নৃত্যশিল্পী হৃদি শেখের সঙ্গে গুলশানের রাস্তায় নেচেছেন। ‘প্রেমে দিওয়ানা’ গানের তালে তালেও নেচেছেন নোয়েল। এ ছাড়া জেফার রহমানের ‘ঝুমকা’ এবং প্রতীক ও প্রীতমের ‘গার্লফ্রেন্ডের বিয়া’ গানে টিকটক ও রিলস করতে দেখা গেছে তাকে।
বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করেন নোয়েল রবিনসন। সেসব ভিডিওতে গানের তালে নাচতে দেখা যায় তাকে। পথচলতি মানুষকে নাচ দেখিয়ে অবাক করেন তিনি। তবে তার বিশেষত্ব এনে দিয়েছে চুল।
ইন্টারনেট ঘেঁটে জানা যায়, নোয়েল রবিনসন মূলত একজন নৃত্যশিল্পী। নিজের নাচের ক্লাসের ভিডিও প্রথম দিকে তিনি আপলোড করা শুরু করেন। চেয়েছিলেন তার ক্লাসে যেন আরো বেশি মানুষ আসে। তবে ভিডিও ছেড়ে বনে যান সুপারস্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তার লাখ লাখ ফলোয়ার।
২৩ বছর বয়সী নোয়েল রবিনসনের জন্ম জার্মানির বার্লিনে। নাইজেরিয়ান বংশোদ্ভূত নোয়েল ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড শুরু করেন। এখন শুধু ইউটিউবেই তার ১৭ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার। সবচেয়ে বেশি ফলোয়ার তার টিকটকে, ৪১ মিলিয়নের বেশি। পাশাপাশি ইনস্টাগ্রাম ও ফেসবুকেও তার অসংখ্য ফলোয়ার রয়েছে।
এখন বিভিন্ন দেশে রাস্তা, ক্যাফে, রেস্টুরেন্ট, বাস, ট্রেন ও শপিং মলে গিয়ে নাচের ভিডিও করে আপলোড করেন তিনি। তুরস্ক, নাইজেরিয়া, ভারত, মিসর, উগান্ডা, ইন্দোনেশিয়া, মরক্কোসহ অনেক দেশেই গেছেন তিনি। তবে ভ্রমণ করা দেশগুলোর মধ্যে নোয়েলের পছন্দ ব্রাজিল।
‘নোয়েলগোজক্রেজি’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়েল রবিনসনের পরিচিতি। তারকাখ্যাতির জন্য বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন নোয়েল। ২০২১ সালে অ্যাডিডাসের সঙ্গে চুক্তি হয় তার। পরে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন তিনি।