প্রশাসনে প্রথম হওয়া শাওন ৪১তম বিসিএসেও পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলেন
সদ্য প্রকাশিত ৪৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী শানিরুল ইসলাম শাউন। তিনি বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন।
এর আগে ৪১তম বিসিএসেও তিনি পুলিশ ক্যাডরে সুপারিশপ্রাপ্ত ছিলেন। তবে কি কারণে জয়েন করেননি সে বিষয়ে কিছু জানায়নি তিনি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে এক ফেসবুক লাইভে তিনি তার অনুভূতি জানাতে গিয়ে এসব কথা বলেন।
আরও পড়ুন: প্রশাসনে প্রথম হওয়া শাওন ৪১ বিসিএসেও পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলেন
মঙ্গলবার বিকেলে ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
পরে রাতে লাইভে তিনি বলেন, আমার পরিবারের সবাই বলত বিসিএস দাও। তবে আমার অনেক কঠিন মনে হচ্ছিল বিসিএসের প্রস্তুতি। কিন্তু পরিবার আস্থা রেখেছে আমার উপর। পরিবার না থাকলে আজকের এই সাফল্য সম্ভব হতো না।
চেষ্টা থাকলে সম্ভব উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করতে হবে। সিলেবাস বড় মনে হলেও এগিয়ে যেতে হবে। থমকে যাওয়া যাবে না।