২৪ নভেম্বর ২০২৩, ১০:৫০
মাউন্ট আমা জয় নিশাত মজুমদারের
দেশের প্রথম নারী হিসেবে মাউন্ট আমা জয় করেছেন নিশাত মজুমদার। শুক্রবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন নিশাত।
জানা গেছে, গত ১৭ নভেম্বর প্রথমবার মাউন্ট আমা জয়ের চেষ্টা করেন নিশাত। প্রথম চেষ্টায় পর্বতের ৬ হাজার ৬৩০ মিটার আহরণ করেন তিনি। পরবর্তীতে গত ২২ নভেম্বর মাউন্ট আমা জয় করেন তিনি।
ফেসবুক পোস্টে নিশাত জানিয়েছেন, এই পাহাড় (মাউন্ট আমা) সম্পর্কে কিছু বলার শক্তি, সাহস বা যোগ্যতা কোনটাই আমার নেই।
কেবল বলতে পারি এই পাহাড়ে আরোহণের সময়টুকু ছিলো দুঃস্বপ্নের মতো। আর শীর্ষ ছোঁয়ার সময়টুকু ছিলো স্বপ্নের মতো।
এই স্বপ্ন বাস্তবে ঘটেছে কী-না তা কেবল বলতে পারবে কাওসার রূপক আর তাশি।
তবে এর পেছনের কারিগর আপনাদের মতো মানুষের দোয়া, প্রার্থনা ও ভালোবাসা। তাদের প্রত্যেকের প্রতি রাজাধিরাজ হিমালয়ের নির্মল পরশ পৌঁছে দিচ্ছি।