০৮ নভেম্বর ২০২৩, ০০:৩৯

নর্থ অ্যালাবামা ইউনিভার্সিটির শিক্ষক হলেন ভিকারুন্নেসার নাজলী বুশরা

ড. নাজলী বুশরা  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নর্থ অ্যালাবামা ইউনিভার্সিটির শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন ভিকারুন্নেছা স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থী ড. নাজলী বুশরা। তিনি বিশ্ববিদ্যালয়টির ওশান সায়েন্স বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির জিও সায়েন্স বিভাগের এক ফেসবুক পোস্ট থেকে বিষয়টি জানা গেছে। সেখানে গত মাসের ৩১ তারিখে ড. বুশরাকে নিয়ে একটি পোস্ট দেওয় হয়।

পোস্টে লেখা হয়, জিওসায়েন্স বিভাগের নতুন ফ্যাকাল্টি মেম্বার ড. নাজলী বুশরা। তিনি বাংলাদেশি। তিনি লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটির ওশানোগ্রাফি এন্ড কোস্টাল সায়েন্স বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ড. বুশরা জলবায়ু বিজ্ঞান, সাসটেইনেবিলিটি, প্রাকৃতিক দুর্যোগ, জিআইএস, রিমোট সেন্সিং এবং স্ট্যাটিস্টিক মডেলিং বিষয়ে বিশেষজ্ঞ।

ড. নাজলী বুশরা ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থী। তিনি যুক্তরাষ্ট্রে লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটির শানোগ্রাফি এন্ড কোস্টাল সায়েন্স বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।