আমেরিকার মাটিতে সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখছেন বাংলাদেশি আজিজ চৌধুরী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১১ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪০ PM
প্রবাস যাত্রা ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। মানুষ চাকরি, খাদ্য, সচ্ছল জীবনযাপনের সন্ধানে, প্রচ্ছন্ন ভবিষ্যতের আশায় এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমিয়েছে। জীবনকে বাজি রেখে একসময় তারা সোনার হরিণের পিছনে ছুটেছে। এতে অনেকেই কৃতকার্য হয়েছে, আবার অনেকেই নিঃশেষ হয়ে গেছে।
সেদিক থেকে অনেকটা সফল বাংলাদেশি আজিজ চৌধুরী। তিনি বিদেশের মাটিতে ভূমিকা রাখছেন বিভিন্ন সামাজিক কার্যক্রমে। মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশের। আজিজ চৌধুরী পেশায় একজন ব্যাংকার। সিলেটের এই সন্তান বিগত দুই যুগ আগে বাংলাদেশ থেকে আমেরিকায় পাড়ি জমান। বর্তমানে তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো শহরে বসবাস করছেন।
পেশাগত কাজের পাশাপাশি আজিজ চৌধুরী বিভিন্ন সমাজ সেবামূলক কাজে জড়িত। আজিজ চৌধুরী সানফ্রান্সিসকোর বাংলাদেশি সংস্হা ‘Bay Area Bangladesh Association’-এর প্রেসিডেন্ট ছিলেন ২০১০ এবং ২০২১ সালে। ২০২০ তিনি আমেরিকার জাতীয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করেন। ২০২২ সালে NRB গ্লোবাল ১৫ মিলিয়ন বাংলাদেশিদের একটি অনলাইন সংস্থার প্রেস সেক্রেটারির দায়িত্বে ছিলেন।
Jamming Entertainment LLC নামে তার নিজস্ব প্রতিষ্ঠান আছে। তার প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছেন পাঁচজন বাংলাদেশি। এ ছাড়াও ‘Garden of Peace’ নামে একটি মুসলিম কবরস্তান প্রকল্পের Co- Founder তিনি। সিলেটের এই মেধাবী সন্তান সিলেট মদন মোহন কলেজে থেকে উচ্চমাধ্যমিক ও আমেরিকার সান হোজে সিটি কলেজ থেকে স্নাতক শেষ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ের বাবা।