১২ ডিসেম্বর ২০২২, ১০:৩৩

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে চারটি ব্রোঞ্জজয় বাংলাদেশের

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে চারটি ব্রোঞ্জজয় বাংলাদেশের  © টিডিসি ফটো

কলম্বিয়ার বোগোতায় ১৯তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সদস্যরা চারটি ব্রোঞ্জজয় করেছে। 

বাংলাদেশের হয়ে এ আসরে লড়ছে খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী এস এম আব্দুল ফাত্তাহ, কাজী নাদিদ হোসেন, ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আজমাঈন আদিব এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের মো: নাফিজ নূর তাস্বিন। তারা বিশ্বের নানা প্রান্তের মোট ৪০টি দেশের সাথে লড়াই করে দেশের হয়ে  এ সাফল্য অর্জন করেছে।

আরও পড়ুন: আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালস ঢাকা: বাংলাদেশের প্রত্যাশা-প্রাপ্তির মেলবন্ধন কতদূর?

এর আগে দেশে এ আয়োজনে তারা সাফল্য পেয়েছিল। দেশীয় আসরের আয়োজক ছিল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন, জাতীয় বিজ্ঞান জাদুঘর।

 এবারের জাতীয় আয়োজন সম্পন্ন হয়েছে পৃষ্ঠপোষকতা করেছে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, প্রথম আলো ও সহযোগীরা।