দক্ষিণ এশিয়ার সেরা ১০ ইনফ্লুয়েন্সারের ছয়জনই বাংলাদেশি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিদিন লাখ লাখ মানুষ ভিডিও, তথ্যপূর্ণ বিষয়বস্তু উপভোগ করেন। আর এই ভিডিওগুলো দেখার পেছনে কেউ না কেউ আমাদের অনুপ্রেরণা জোগায়।
দক্ষিণ এশিয়ার এমন ১০ জন ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার সেরা ১০ জনের ছয় জনই বাংলাদেশি।
২০২২ সালে সামাজিক সচেতনতা, উদ্যোক্তা, শিক্ষা, বিপণন এবং ব্যবসার উপর ভিত্তি করেছে ইন্টারন্যাশনাল কর্পোরেট অ্যাসোসিয়েশন অফ প্রফেশনালস (ইনক্যাপ)।
তালিকায় স্থান পাওয়া ছয় বাংলাদেশির মধ্যে সবার ওপরে রয়েছেন আয়মান সাদিক। দক্ষিণ এশিয়ায় তার অবস্থান তৃতীয়। তার ক্ষেত্রে লেখা হয়েছে, আয়মান সাদিক সর্বদা নম্র থাকতে, সুখ ছড়িয়ে দিতে বিশ্বাসী। তিনি টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং সিইও। এটি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম। যা প্রতিদিন আড়াই লাখেরও বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা দেয়।
আয়মান সাদিকের ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা ১.৬৭ মিলিয়ন। ফেসবুক ফলোয়ার সংখ্যা ৫.৬ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ১.৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সজীব সাইফুল। দক্ষিণ এশিয়ায় তার অবস্থান পঞ্চম। ইনক্যাপ জানিয়েছে, সজিব বিজনেস ইন্সপেকশন বিডি-এর প্রতিষ্ঠাতা, যেটি ব্যবসা, শিল্প এবং বাংলাদেশের অর্থনীতি এবং সমগ্র সীমান্ত জুড়ে মানুষের আগ্রহ ও উদ্বেগের সাথে তথ্য আদান-প্রদান করে। এই চ্যানেলটি বাংলাদেশের অর্থ, প্রযুক্তি, স্টার্টআপ এবং বাংলাদেশ জুড়ে তথ্য, খবর এবং বর্তমান আপডেট সম্পর্কে মানুষকে অবহিত করেন।
তৃতীয় অবস্থানে রয়েছেন খালিদ ফারহান। দক্ষিণ এশিয়ায় তার অবস্থান ষষ্ঠ। ইনক্যাপের তথ্যমতে, খালিদ ফারহান হলেন একজন ডিজিটাল মার্কেটার, উদ্যোক্তা এবং এজেন্সি অপারেটর যা আয়ারল্যান্ডের ডাবলিনে অবস্থিত। তিনি সত্যিই একজন ওয়ার্কহলিক ব্যক্তি। তবে স্কুল জীবন থেকেই তিনি উদ্যোক্তা ছিলেন। তিনি বাংলাদেশে প্রথম ই-পেট অ্যাকসেসরিজ স্টোর প্রতিষ্ঠা করেন। তিনি ডিজিটাল মার্কেটিংয়ে আছেন। তিনি ডিজিটাল মার্কেটিং, ক্রিপ্টো কারেন্সি, ব্যবসা, বিপণন সম্পর্কে ফ্রিল্যান্সিং কনসালটেন্সি ইত্যাদি সম্পর্কে ভিডিও তৈরি করেন।
বাংলাদেশিদের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন মেহজাবীন চৌধুরী। দক্ষিণ এশিয়ার ইনফ্লুয়েন্সারদের মধ্যে তার অবস্থান সপ্তম। ইনক্যাপ বলছে, একজন বাংলাদেশী অভিনেত্রী, মডেল এবং ২০০৯ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী। তিনি লাক্স চ্যানেল আই সুপারস্টার জয়ের পর তার অভিনয় জীবন শুরু করেন। তিনি একজন বাংলাদেশী সুন্দরী এবং তার অভিনয়ের জন্য জাতীয় খ্যাতি অর্জন করেছেন। উপরন্তু, তিনি ফ্যাশন, সৌন্দর্য, এবং জীবনধারা সম্পর্কে ভিডিও তৈরি করেন।
পঞ্চম অবস্থানে রয়েছেন মহসিন উল হাকিম। দক্ষিণ এশিয়ার মধ্যে তার অবস্থান অষ্টম। মহসিন উল হাকিম একজন বাংলাদেশী টিভি সাংবাদিক। তিনি বাংলাদেশের নিপীড়িত মানুষের জন্য কাজ করেন। বিশেষ করে উপকূলীয় মানুষের জন্য। যারা অনেক বাধার বিরুদ্ধে লড়াই করে চলেছেন। তিনি শ্রোতাদের নিপীড়নের বিরুদ্ধে তার যাত্রার সাথে থাকার পরামর্শ দেন। তিনি সামাজিক সচেতনতা, দরিদ্র মানুষের মঙ্গল এবং আরও অনেক কিছুর জন্য ভিডিও তৈরি করেন।
ষষ্ঠ অবস্থানে রয়েছেন হাবিবা আক্তার সৌরভী। দক্ষিণ এশিয়ায় তার অবস্থান নবম। তিনি একজন বিখ্যাত তরুণ উদ্যোক্তা, ডিজাইনার এবং ফ্যাশন ব্লগার। তিনি শরদিন্দুর মালিক, যেটি প্রথমে অনলাইন ভিত্তিক ছিল এবং এখন সারা বাংলাদেশে এর পাঁচটি স্টল রয়েছে। তিনি তার নিজের পোশাকের ডিজাইনার এবং তার নিজের ব্যবসার ফ্যাশন মডেল। তিনি সৌন্দর্য এবং ফ্যাশনের উপর ভিডিও তৈরি করেন।
তাছাড়া সে পুরানো ফ্যাশনকে ভিন্নভাবে নিয়ে আসে। তার প্রতিটি শৈলী এবং পোষাক জানার গল্প আছে। তিনি অভাবী লোকদের ক্ষমতায়নও করেছিলেন। তিনি মানুষকে অনুপ্রাণিত করার জন্য অনুপ্রেরণামূলক গল্প এবং ব্যবসার গল্পও শেয়ার করেন।
তালিকায় দক্ষিণ এশিয়ার ইনফ্লুয়েন্সারদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছেন ভারতের সন্দীপ মহেশ্বরী। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আরেক ভারতীয় ধ্রুব রাঠে। চতুর্থ অবস্থানে রয়েছেন গৌরভ চৌধুরী। তিনিও ভারতীয়। এছাড়া দশম অবস্থানে রয়েছেন পাকিস্তানের নাদিয়া খান।