বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বেতন হাতিয়ে নিলেন হ্যাকাররা

ব্যাসেল বিশ্ববিদ্যালয়সহ তিনটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বেতন সরিয়ে ফেলেছেন হ্যাকাররা
ব্যাসেল বিশ্ববিদ্যালয়সহ তিনটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বেতন সরিয়ে ফেলেছেন হ্যাকাররা  © সংগৃহীত

সুইজারল্যান্ডের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বেতনের অর্থ হাতিয়ে নিয়েছেন হ্যাকাররা। গত রোববার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। তবে অর্থের পরিমাণ কত এবং কতজন কর্মচারীর বেতনের টাকা হ্যাকাররা হাতিয়েছেন, তার বিস্তারিত জানা যায়নি।

দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রেক্টর গ্রুপের মহাপরিচালক মার্টিনা ওয়েইস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের তথ্য অনুসারে সুইজারল্যান্ডের কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।’

হ্যাকাররা ফিশিং ও ট্যাকিংয়ের মাধ্যমে কোনো এক ব্যক্তির কাছ থেকে তথ্য চুরি করে এর মাধ্যমে ব্যক্তিগত বিবরণী হাতিয়ে নেন এবং ব্যাসেল বিশ্ববিদ্যালয়সহ অন্তত তিনটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বেতন সরিয়ে ফেলেন।

দেশটির ‘সোনট্যাগসজেইতুং’ সংবাদপত্রের খবরে বলা হয়েছে, হ্যাকাররা বিশ্ববিদ্যালয়গুলোর অর্থপ্রদানসংক্রান্ত ব্যবস্থায় ঢুকতে পেরেছেন। তাঁরা বেতন হস্তান্তরসংক্রান্ত নির্দেশাবলি পরিবর্তন করে ছয় অঙ্কের পরিমাণ চুরি করেন। চুরির অর্থ বাইরে সরিয়ে ফেলা হয়েছে। তবে জুরিখ বিশ্ববিদ্যালয় হ্যাকারদের প্রতিরোধ করতে পেরেছে বলে কর্মচারীদের বেতন খোয়া যায়নি।


সর্বশেষ সংবাদ