ঢাকায় মেইসেসের বহুজাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত
বিদেশে উচ্চশিক্ষা-বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মেইসেসের বার্ষিক বহুজাতিক শিক্ষা সম্মেলন এবং চতুর্থ বার্ষিক ব্যক্তিগত বিবৃতি লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, আস্ট্রেলিয়া, জাপান ও মালয়েশিয়ার প্রায় ৮০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পান। এছাড়া চতুর্থবারের মতো আয়োজিত বার্ষিক ব্যক্তিগত বিবৃতি লেখা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। ঢাকা ও চট্টগ্রামের ১২টি ‘এ’ লেভেল স্কুলের প্রায় ৬০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার বিচারক হিসেবে গ্লাসগো বিশ্ববিদ্যালয়, কুইন মেরি বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেইসেসের প্রতিষ্ঠাতা অংশীদার টিনা সালেম মঞ্জুর ও ব্যবস্থাপনা পরিচালক রোহাম মঞ্জুর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং অভিভাবকদের উপস্থিতিতে এ পুরস্কার বিতরণ করেন।
সম্মেলনে যুক্তরাজ্যের রাসেল গ্রুপের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়, গ্লাসগো বিশ্ববিদ্যালয়, লিভারপুল বিশ্ববিদ্যালয়, নটিংহাম বিশ্ববিদ্যালয়, লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়, কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট, কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়, ইউএসইউ ব্রিস্টল, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়, আস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়, কানাডার রয়্যাল রোডস বিশ্ববিদ্যালয়, ম্যানিটোবার আন্তর্জাতিক কলেজ, ফ্রেজার ইন্টারন্যাশনাল কলেজ, জাপানের টোকিও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, আইসিএলএ, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব নটিংহামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।