বাংলাদেশী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে রাশিয়া সরকার
বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে রাশিয়া সরকার। এই বৃত্তির আওতায় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, পিজিডিসহ উচ্চ শিক্ষার বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারবে আগ্রহীরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে বিনামূলে অধ্যয়নের সুযোগ প্রদানের পাশাপাশি প্রতি মাসে ১৩০০ রুবেল বা ২১ ডলার (বাংলাদেশী টাকায় যা ১৭৫৯ টাকা’র মত) ভাতা প্রদান করা হবে। তবে এ বৃত্তি থেকে কোনো ধরনের ইউনিভার্সিটি ট্রান্সফার খরচ, হেলথ ইন্সুরেন্স, জীবনযাপন খরচ দেয়া হবে না।
বৃত্তিতে আবেদন এবং বৃত্তি সম্পর্কিত বিস্তারিত শিক্ষার্থীদের জানানোর জন্য আগামী ১৫ ও ৩১ জানুয়ারি বিকেল ৪টায় দুইটি সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত রাশিয়ান অ্যাম্বাসির সংস্কৃতি বিভাগ। এ সেমিনারে রাশিয়ায় বৃত্তির আবেদন, পড়াশোনার বিষয়, বৃত্তির জন্য নির্বাচিত হওয়ার পর করণীয়, রাশিয়া গমণের পরবর্তী অবস্থা সম্পর্কে আলোচনা করা হবে। ইতিমধ্যে যারা রাশিয়ায় বৃত্তি নিয়ে পড়াশোনা শেষ করেছেন তারাই সেমিনারে আলোচক হিসেবে থাকছেন। এছাড়া এ সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের রাশিয়ায় বৃত্তির জন্য আবেদনে সহযোগিতা করা হবে।
বৃত্তির আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি। আবেদনের জন্য রাশিয়া স্টাডি ওয়েবসাইট (russia.study) থেকে নিবন্ধন করতে হবে।