২১ অক্টোবর ২০১৮, ১৩:৩৯

আমিরাতে নতুন ভিসায় শিক্ষার্থীদের বিশেষ সুবিধা

২১ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে নতুন ভিসা পদ্ধতি কার্যকর হচ্ছে। এ ভিসায় দেশটিতে প্রবাসীদের পরিবার, ভিজিটর ভিসাপ্রাপ্ত ও শিক্ষার্থীদের বিশেষ কিছু সুবিধা প্রদান করবে। ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (এফএআইসি) ঘোষণা দিয়েছে।

আর যাদের কাছে ভিজিট ভিসা আছে তারা দেশটিতে থাকা অবস্থায় ৩০ দিনের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য দুইবার আবেদন করতে পারবেন। তবে এ সুবিধা পেতে প্রতিবার তাদেরকে ৬০০ দিরহাম খরচ করতে হবে। আমিরাতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা নতুন এ ভিসা পদ্ধতির কারণে বেশ কিছু সুযোগ-সুবিধা পাবেন।