মালয়েশিয়ার আট বিশ্ববিদ্যালয় তিন দিনব্যাপী শিক্ষামেলা করবে ঢাকায়
বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় পড়াশোনা করার নানা সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত করতে চায় দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো। এ উপলক্ষ্যে ঢাকায় তিন দিনব্যাপী শিক্ষামেলা করতে যাচ্ছে মালেশিয়ার আট পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৯ থেকে ২১ অক্টোবর ঢাকার ফার্মগেটের ফ্লামেঙ্কো কনভেনশন সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় অংশ নেওয়া আট বিশ্ববিদ্যালয় হলো- ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকিনিক্যাল মালয়েশিয়া মেলাকা, ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু, ইউনিভার্সিটি পেনডিডিকান সুলতান ইদ্রিস, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি সেলানগুর।
সোমবার বিকেলে কুয়ালালামপুরের ইউনিভার্সিটি টেকনোলোজি মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘অ্যাইম এডুকেশন সলিউশন’। এতে লিখিত বক্তব্য শোনান ‘এইম এডুকেশন সলিউশনের’ পরিচালক আবুল কালাম আজাদ।
তিনি জানান, ‘বাংলাদেশ থেকে প্রতি বছর বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে বিদেশ যান। গত একযুগ ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের কয়েকটি দেশের মাঝে প্রিয় নাম মালয়েশিয়া। সঠিক তথ্য ও গাইড লাইনের অভাব এবং কিছু অসাধু অ্যাজেন্টের কারনে ভালো ফলাফল করা শিক্ষার্থীরা নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ভর্তির মাধ্যমে প্রতারিত হচ্ছেন। এ সমস্যা থেকে উত্তরণে মালয়েশিয়ার আটটি পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকায় সরাসরি শিক্ষামেলা করতে যাচ্ছে।
এ সময় বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটি টেকনোলোজির অধ্যাপক খায়রানি বিনতি ইব্রাহিম, আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক আব্দুর রহমান বিন আবদুল রহিম, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ নিজাম বিন আবদুল আজিজ, মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক সেরিথারেন সুব্রামানিয়াম, ইউনিভার্সিটি টেকনোলোজি মেলাকার মোহাম্মদ ফাহিম বিন মোহাম্মদ মোখতার ও ইউনিভার্সিটি সেলাঙ্গর আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক এরিক কিমাথি বনতাই।