অভিযোগ প্রমাণিত হলে রিভার বিরুদ্ধে ব্যবস্থা: ছাত্রলীগ সভাপতি
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে ইডেন কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস পালনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ছাত্রলীগ সভাপতি বলেন, ইডেন কলেজে যে ঘটনা ঘটেছে সেটি আমরা জানতে পেরেছি। এই কলেজের দায়িত্বে যারা রয়েছেন তাদের বিষয়টি তদন্ত করতে বলেছি। যে অডিও ভাইরাল হয়েছে সেটি আমরাও শুনেছি। শিক্ষার্থীদের জন্যই বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে। আমরা আগেও বলেছি আমরা অন্যায়কে প্রশয় দেইনি।
আরও পড়ুন: কুবি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে বাজার করানোর অভিযোগ
আল নাহিয়ান খান জয় বলেন, আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীর সংখ্যা সবচেয়ে বেশি। বিভিন্ন সময়ে ছাত্রলীগকে বিতর্কিত করতে অনেকে অনেক ধরণের কথা বলে। কিন্তু আমরা বিষয়টিকে মিথ্যা বা সত্য সে বিষয়ে এখনই বলতে পারছি না। কিন্তু এ ধরণের ঘটনা তিনি ঘটিয়ে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জয় আরও বলেন, বিষয়গুলোকে নিয়ে অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে বলেও আমার মনে হচ্ছে।