২৫ আগস্ট ২০২২, ১৬:৫১

পারলে আমার নামে এমন একটা ভিডিও মাঠে ছাড়ুক: জয়

জয়-শ্রাবণ  © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে এ ভিডিওটি ভুয়া বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডিপফেইক এডিট টেকনোলজি’ ব্যবহার করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির ভিডিও তৈরি করে ‘চরিত্র হননের অপচেষ্টা’ করা হয়েছে।

এবার ভিডিওটি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি বলেছেন, যারা ভাইরাল ভিডিওটি সুপার এডিট বলছেন তাদেরকে বলতে চাই- তাহলে আমার নামে এরকম একটা ভিডিও করে মাঠে ছেড়ে দিক। এই ভিডিও আসলে দেখার মতো না। তবে আমরা সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখেছি, আসলে তিনি যে কাজটি করেছেন সেটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যক্কারজনক।

ছাত্রলীগ সভাপতি বলেন, একটি ছাত্র সংগঠনের সভাপতি হিসেবে আমার কাছে মনে হয়, তার পদত্যাগ করা উচিৎ। কোন সংগঠনের সভাপতি যদি এ ধরনের কর্মকাণ্ড করে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে এ সংগঠনের নেতৃত্ব মেনে নেবে? যারা ছাত্র সংগঠনের নেতৃত্বের আড়ালে এ ধরনের খারাপ কাজগুলো করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুন: 'ডিপফেক এডিট টেকনোলজি' দিয়ে ছাত্রদল সভাপতির চরিত্রহরণের অভিযোগ

এর আগে গত সোমবার (২২ আগস্ট) রাতে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের একটি ‘আপত্তিকর ভিডিও’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আপত্তিকর ভিডিওটি প্রকাশ হওয়ার পর পরই ছড়িয়ে পড়ে ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে সামাজিক মাধ্যম ও রাজনৈতিক নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে।

এর পরপরই সংগঠনটির পক্ষ থেকে মঙ্গলবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের চেহারার মিল রেখে কোনো একজনের শরীরে মুখাবয়ব প্রতিস্থাপনের মধ্যদিয়ে ডিপফেইক এডিট টেকনোলজি ব্যবহার করে আওয়ামী কুচক্রী মহল একটি ভিডিও ভাইরাল করছে। যা সম্পূর্ণভাবে মিথ্যা, ভুয়া ও জাল-জালিয়াত ছাড়া কিছু না।