০৬ জুন ২০২২, ২০:৫৮

জড়িতদের বিচার চেয়ে ঢাবির বিক্ষোভে ছাত্রলীগের হামলা

আহত ছাত্রনেতা   © টিডিসি ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় দায়ীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে ছাত্রলীগের দাবি, তারা এ্যাম্বুলেন্সকে সাইড না দেয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের উপর আক্রমণ করে। যার কারণে এই ঘটনা ঘটে।

আজ সোমবার (৬ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। এতে ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায়, অন্তু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মোজাম্মেল হক, মাহমুদুল হাসান, নাহিয়ান রেহমান রাহাতসহ আরও অনেকেই আহত হন বলে জানা যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সম্প্রতি চট্রগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় দায়ীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিল প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এমন সময় মিছিলের পিছন থেকে ছাত্রলীগের সাত থেকে আট জনের একটি দল তাদের উপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারী ছাত্রলীগ কর্মীদের কয়েকজনের পরিচয় জানা যায়। এর মধ্যে ঢাবির মাস্টারদা' সূর্য সেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমানের অনুসারী মাসরুক হাসান সুজন, ঢাবি শাখা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক নাজমুল হাসান রুপু ও তারেক।

আরও পড়ুন: জবির প্রাচীর, কর্মচারীদের ঘর ভেঙ্গে ফেলল সিটি কর্পোরেশন

এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা শাহবাগে সমাবেশ শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যাওয়ার পথে শাহবাগ থানার একটু সামনেই হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা ইট-পাথর দিয়ে আমাদের ওপর হামলা করে। এতে ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায়সহ অনেকেই আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে অনিকের মাথায় ৮টি সেলাই লেগেছে।

জয়দেব বলেন, ছাত্রলীগের ওরা বলছে যে আমরা নাকি এ্যাম্বুলেন্সকে সাইড দেইনি। আমরা তো চারটা এ্যাম্বুলেন্সকে সাইড দিয়েছি। এ্যাম্বুলেন্সকে সাইড দিতে গিয়ে তারা পেছন থেকে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

তবে হামলার বিষয়ে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান বলেন, তারা এ্যাম্বুলেন্সকে সাইড দিচ্ছিলো না। আমাদের পাঁচ থেকে ছয়জন ছেলে ছিল। তাদেরকে এ্যাম্বুলেন্স সাইড দেয়ার কথা বললে তারা আমাদের ছেলেদের উপর হামলা চালায়। এতে আমাদের চারজন আহতও হয়েছে। তাদেরকে মেডিকেল চিকিৎসা দেয়া হচ্ছে।