বিনামূল্যে বাইক সার্ভিস-হলে রাতে থাকার ব্যবস্থাসহ যত উদ্যোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনের ‘ভর্তির লড়াই’ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (৩ জুন)। এদিন বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ।
দ্বিতীয়বারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। পাঁচটি ইউনিটের পরীক্ষার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ঢাবি প্রশাসন।
এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এবারও বিনামূল্যে বাইক সার্ভিসসহ নানান উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ঢাবি শাখা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার (২ জুন) দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুদের সর্বাঙ্গীণ সহায়তায় বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবার নানান কর্মসূচি হাতে নিয়েছে। এসবের মধ্যে রয়েছে-
১. বিভিন্ন পয়েন্টে স্থায়ী 'শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে;
২. শিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে বিনামূল্যে 'জয় বাংলা বাইক সার্ভিস' চলমান থাকবে;
৩. 'অভিভাবক ছাউনি'র মাধ্যমে শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের বিশ্রামের সুব্যবস্থা করা হবে;
৪. সুপেয় পানির ব্যবস্থা করা হবে;
৫. পরীক্ষা কেন্দ্র পরিচিতির জন্য ক্যাম্পাসে দিক নির্দেশত চিহ্ন ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে;
৬. শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে নেয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা করা হবে;
৭. শিক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকের ব্যবহারের জন্য মোবাইল টয়লেটের' ব্যবস্থা করা হবে;
৮. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ করা হবে;
১০. তাত্ক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য 'প্রাথমিক চিকিৎসা কেন্দ্র' গঠন করা হবে;
১১. মাস্ক, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ করা হবে;
১২. প্রয়োজন সাপেক্ষে হল ছাত্রলীগ পরীক্ষার পূর্ব রাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা করবে।