‘দেশকে অস্থিশীল করে বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করতে চায় ছাত্রদল’
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, ‘এই সংঘর্ষটি ছাত্রদল সর্ম্পূণ পরিকল্পিতভাবে করছে। তারা তো দেশের সুনাম, মর্যাদা, উন্নয়নের অগ্রযাত্রার ভাবমূর্তিকে ম্লান করে দিতে চায়। দেশকে অস্থিশীল করে তাদের বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করতে পরিকল্পিত সন্ত্রাস করেছে।’
বৃহস্পতিবার (২৬ মে) ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ পরবর্তী প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে দেশরত্ন শেখ হাসিনা সরকারের যে ধারাবাহিক সফলতা, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে উন্নত জীবন উপহার দিয়েছেন। সরকারের অধিকাংশ মেগা প্রকল্প সমাপ্তির পথে। যেমন- পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টার্নেল কিংবা রূপপুর পারমানবিক বিদুৎকেন্দ্র ও ডিজিটাল বিপ্লবসহ হাইটেক পার্ক নির্মাণ। এসব উন্নয়ন প্রকল্পের কারণে জনগণের যে ক্ষমতায়ন হচ্ছে এবং বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগের ওপর যে জনগণের আস্থা বাড়ছে এতে বিএনপি ও ছাত্রদল এক রকমের দিশেহারা হয়ে পড়েছে। এই মেগা প্রকল্পগুলো সরকারের বিজয় নিশ্চিত করবে। এর জন্য নির্বাচনের আগে মেগা পরাজয়ের আশঙ্কা থেকে ছাত্রদল মেগা সন্ত্রাস শুরু করেছে।’
সাদ্দাম হোসেন বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল সন্ত্রাসের যে মেগা সিরিয়াল দেখানো শুরু করেছে…। সাধারণ ছাত্র ও জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করে দেশীয় অস্ত্রসহ গুলি, বন্দুক ও আগ্নেয়াস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়মুখী অবস্থান নেয়। শুধু তাই নয় ছাত্রদলের অপরাজনীতি ও সন্ত্রাসীকর্মকাণ্ড থেকে শিক্ষাঙ্গণ নিরাপদ নয়।’
তিনি বলেন, ‘এ ছাড়া হাইকোর্টের অভ্যন্তরে যেখানে প্রাধানতম আদালত অবস্থিত, সেখানেও তারা অস্ত্রসস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে মার্চ তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা দিয়েছে। আজ সকাল থেকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক দিন থেকে যে অস্থিরতা বিরাজ করছে, তা ছাত্রদলের পক্ষ থেকে একতরফা হামলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হামলার শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে। আমাদের যে ঐক্যবদ্ধ সহঅবস্থান, সেটি প্রমাণ করে শিক্ষাঙ্গণের শান্তিপূর্ণ পরিবেশ সমুন্নোত রাখতে আমরা বদ্ধপরিকর।’