২৬ মে ২০২২, ১৫:০৯

ছাত্রলীগের হামলায় রক্তাক্ত কেন্দ্রীয় ছাত্রদল নেতা পড়লো ড্রেনে

ছাত্রলীগের হামলায় রক্তাক্ত কেন্দ্রীয় ছাত্রদল নেতা পড়লো ড্রেনে
কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাকির আহমেদ  © টিডিসি ফটো

সম্প্রতি প্রধানমন্ত্রীকে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক 'কটূক্তির' অভিযোগে গত মঙ্গলবার শহীদ মিনার এলাকায় ছাত্রদলের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ পালন করতে আসলে হাইকোর্টের সামনে আবারও তাদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

হামলায় এক সাংবাদিকসহ ছাত্রদলের ৩০-৪০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব আমানউল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক আরিফ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও অমর একুশে হল যুগ্ম আহবায়ক শাকির আহমেদ, ঢাবির জিয়া হলের সভাপতি তারেক হাসান মামুন, বিজয় একাত্তর হলের তানভীর আজাদী  প্রমুখ।

এদিকে হামলা চলাকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক (মাল্টিমিডিয়া) আবির আহমেদকে মেরে তার ফোন কেড়ে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। 

জানা যায়, দুপুর ১২টার দিকে হাইকোর্টের মোড়ে ছাত্রদল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করার সময় এ সংঘর্ষ বাঁধে। প্রথমে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা কিছুক্ষণ প্রতিরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা ধাওয়া করলে ছাত্রদলের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে হাইকোর্ট ও গুলিস্তানের দিকে চলে যায়।

ঘটনার সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে ওপর সশস্ত্র হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের হামলায় রক্তাক্ত হয়ে ড্রেনে পড়ে যায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাকির। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আক্তার হোসেন জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ পালন করতে আসলে ছাত্রলীগ হামলা চালায়। এতে আমাদের ৩০-৪০ নেতাকর্মী আহত হয়েছেন।