২৪ মে ২০২২, ১৩:৪০

ছাত্রলীগকে ইশরাকের হুঙ্কার

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনাকে ধিক্কার জানিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হুশিঁয়ারি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ও সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছাত্রদলের কর্মীদের আহত করায় ‘প্রতিটা ভিডিও এবং ছবি দেখে হামলায় অংশগ্রহণকারীদের চিহ্নিত করা হচ্ছে’ বলে ছাত্রলীগকে হুমকি দিয়েছেন তিনি।  

আজ মঙ্গলবার তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ছাত্রলীগকে হুশিঁয়ারি জানিয়ে একটি স্ট্যাটাস দেন।  স্ট্যাটাসটিতে তিনি লিখেছেন, ’ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের সামনে ছাত্রদল নেতাকর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাস বাহিনীর ন্যক্কারজনক হামলা, ধাওয়া পালটা ধাওয়া, ছাত্রদলের প্রতিরোধ সংগ্রাম। এ সময় আহত হয়েছেন কেন্দ্রীয় সংসদের সিনিঃ সহ সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও ঢাবি সদস্য মানসুরা আলম সহ প্রায় ৩০ জন ছাত্র দলের নেতাকর্মীরা।

প্রতিটা ভিডিও এবং ছবি দেখে হামলায় অংশগ্রহণকারীদের চিহ্নিত করা হচ্ছে। তোমরা তো বাংলাদেশেই থাকো নাকি?
তোমাদের গডফাদাররা হয়তো প্লেনে চড়ে উড়াল দেয়ার সুযোগ পাবে। তোমাদের কি প্লেনের চাকা ধরে যাওয়ার সুযোগ দিবে?
যারা এখনো এই প্রক্রিয়ায় যুক্ত হন নাই, সময় থাকতে জনরোষের হাত থেকে বাঁচার উদ্যোগ নিন।’
 
প্রসঙ্গত, হামলায় আহত ছাত্রদলের নেতাকর্মীদের অনেকে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের চিকিৎসা করিয়ে আবারও ক্যাম্পাসে মিছিল বের করা হবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।