৫ বছর পর বুটেক্স ছাত্রলীগের সম্মেলন, প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

৫ বছর পর বুটেক্স ছাত্রলীগের সম্মেলন, প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী
৫ বছর পর বুটেক্স ছাত্রলীগের সম্মেলন, প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী  © টিডিসি ফটো

দীর্ঘ ৫ বছর পর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শবিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। বেলা ৩টায় সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুটেক্স ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিংকন।

অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরিদা পারভীন, উপ-দফতর বিষয়ক সম্পাদক এনামুল হক তানান, মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক উপ- সম্পাদক রওনক জাহান রাইন এবং সহ-সম্পাদক নাওমি সুমাইয়া রহমান।

আরও পড়ুন: ভর্তিচ্ছুদের মাঝে বুটেক্স ছাত্রলীগের নাস্তা-পানি বিতরণ

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জামালপুর- ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম, সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সভাপতি সয়দ মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ জুয়েল রানা এবং সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।

এসময়ে অতিথিরা তাদের বক্তব্যে বুটেক্স শাখা ছাত্রলীগের কৃতিত্ব ও অর্জন তুলে ধরে শাখা ছাত্রলীগকে ‘গুরুত্বপূর্ণ’ ইউনিট হিসাবে আখ্যায়িত করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশংসা করেন।

এর আগে গত ৫ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুটেক্সের ছাত্রলীগের সম্মেলনের দিন ধার্য করা হয়। এর আগে ২০১৭ সালের ২৩ জুলাই বুটেক্স ছাত্রলীগের ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সম্মেলন উপলক্ষে পদ প্রত্যাশীদের ক্যাম্পাসজুড়ে নানা স্লোগান দিতে দেখা গেছে। বিভিন্ন প্রার্থীর সমর্থনে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের ব্যাপক সমাগম হয়েছে। লাল, সাদা, হলুদ টি-শার্ট পরিহিত সমর্থকে ভরপুর ছিল পুরো ক্যাম্পাস। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুনে পুরো ক্যাম্পাস রঙিন হয়ে উঠেছে।


সর্বশেষ সংবাদ