১০ এপ্রিল ২০২২, ১৭:০০

গণস্বাস্থ্য মেডিকেল ছাত্রলীগের নেতৃত্বে ইমতিয়াজ-সোহেল

গণস্বাস্থ্য মেডিকেল ছাত্রলীগের নেতৃত্বে ইমতিয়াজ-সোহেল
সভাপতি ইমতিয়াজ ও সম্পাদক সোহেল   © টিডিসি ফটো

ইমতিয়াজ আহমেদকে সভাপতি এবং হাবিবুল্লাহ সোহেলকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়। সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার সভাপতি ও সম্পাদক এ কমিটির অনুমোদন দেন।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার সুযোগ চান এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে আগামী এক বছরের জন্য উক্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অন্য সদস‍্যরা হলেন সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিঞা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ ও ফাহিম ফিজি।

প্রসঙ্গত, উক্ত আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ‍্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়েছে।