০৯ এপ্রিল ২০২২, ২৩:১৭

পরীক্ষার হলে লাইভে আসা সেই ছাত্রলীগ নেতার কমিটি বিলুপ্ত

পরীক্ষার হলে লাইভে আসা সেই ছাত্রলীগ নেতার কমিটি বিলুপ্ত
মনির হোসেন সুমন  © ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (০৯ এপ্রিল) সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের ঝিনাইদহ জেলা শাখার অন্তর্গত কালীগঞ্জ উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এর আগে, গতকাল শুক্রবার (০৮ এপ্রিল) দুপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা হল থেকে ফেসবুক লাইভে আসেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন।

৯ মিনিট ৩৮ সেকেন্ডের ওই ফেসবুক লাইভে তিনি পরীক্ষার বিভিন্ন বিষয়ের বর্ণনা তুলে ধরেন। এরপর ফেসবুকে লাইভটি মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ফেসবুক লাইভে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন বলেন, পরীক্ষা চলছে। জীবনে আজ রেকর্ডধারী পরীক্ষা দিলাম...।

পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতার লাইভের বিষয়ে আজ শনিবার ‘‘পরীক্ষার হলে বসে ফেসবুক লাইভে ছাত্রলীগ নেতা’’ শিরোনামে দ্যা ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সুমন প্রিজম কম্পিউটার ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী ছিলেন। প্রিজম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক বসির আহম্মেদ চন্দন বলেন, তাঁর প্রতিষ্ঠানের ১১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। যাঁদের মধ্যে ছাত্রলীগ নেতা সুমন একজন।