২৬ মার্চ ২০২২, ১৯:৩২

ফুল দিতে গিয়ে বগুড়া ও চট্টগ্রামে হামলার শিকার ছাত্র অধিকারের নেতাকর্মীরা

চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের ওপর হামলা যুব ও স্বেচ্ছাসেবক লীগের  © সংগৃহীত

শহীদদের স্মরণে ফুল দিয়ে গিয়ে বগুড়া ও চট্টগ্রামে হামলার শিকার হয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। আজ শনিবার (২৬ মার্চ) সকালে এসব হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২১ জন আহতের খবর পাওয়া গেছে।

জানা যায়, বেলা ১১টার দিকে বগুড়া পৌর শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিস্তম্ভ এলাকায় শহীদদের স্মরণে ফুল দিয়ে ফেরার পথে ছাত্র অধিকার পরিষদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে ছাত্র অধিকার পরিষদসহ অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

তবে যুবলীগের দাবি, ছাত্র অধিকার পরিষদের ব্যানারে মিছিলে ছাত্রশিবির এবং নাগরিক ঐক্যের নেতাকর্মীরা দেশবিরোধী ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্লোগান দেয়ায় এই হামলার ঘটনা ঘটেছে।

জানা গেছে, ছাত্র অধিকার পরিষদের ব্যানারে অঙ্গ সংগঠনসহ দুই শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে মুক্তির ফুলবাড়িতে যান। সেখানে শহীদদের শ্রদ্ধা জানানো শেষে আবার মিছিল নিয়ে ফিরছিলেন তারা। মিছিলটি পানি উন্নয়ন বোর্ডের সামনে গেলে যুবলীগের নেতাকর্মীরা হামলা করেন। এ সময় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

তারা আবারো সরকারি মজিবর রহমান মহিলা কলেজের সামনে সংগঠিত হওয়ার চেষ্টা করলে যুবলীগ নেতাকর্মীরা সেখানেও হামলা করে তাদের ছত্রভঙ্গ করে দেন। এতে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান পলাশ। তার দাবি, মুক্তির ফুলবাড়িতে ফুল দিয়ে ফেরার পথে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের নেতৃত্বে তাদের সমর্থকরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুজন মিয়া বলেন, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা মুক্তির ফুলবাড়িতে ফুল দিয়ে ফেরার পথে সরকারবিরোধী বক্তব্য দিলে যুবলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে।

চট্টগ্রামে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে যুব ও স্বেচ্ছাসেবক লীগের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৭ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি ছাত্র অধিকার পরিষদের।

ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম নগর শাখার সভাপতি আমির হোসেন বলেন, স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের নিয়ে মিউনিসিপ্যাল স্কুলে যায়। শহীদ মিনারে ফুল দেওয়ার অপেক্ষায় ছিলাম। এসময় যুব ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিচ্ছিলেন। ফুল দিয়ে নেমে আসার পর হঠাৎ তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা চালায়।

হামলার বিষয়টি অস্বীকার করে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুলতাহ আল মামুন বলেন, হামলার সঙ্গে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেউ জড়িত নয়। ছাত্র অধিকার পরিষদের নেতারা ফুল দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বলেন, যুব ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের তর্কাতর্কি হয়েছে বলে শুনেছি। কিন্তু মারামারিতে কেউ আহত হয়েছেন এমন খবর পাইনি।