পবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, পদপ্রত্যাশীদের সিভি আহবান
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সাথে নতুন পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্তও আহ্বান করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট জীবন বৃত্তান্ত প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে জীবন বৃত্তান্ত সংগ্রহ করবেন।
এমন সিদ্ধান্তে শাখা ছাত্রলীগের কার্যক্রমে গতিশীলতা বাড়বে বলে মনে করেন পবিপ্রবি ছাত্রলীগের নেতা-কর্মীরা। এই সিদ্ধান্তকে সময়োপযোগী উল্লেখ করে কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ জানান দুই পদপ্রত্যাশী মো. মহসিন ও নাহিদ মাহমুদ সাকিব।
আরও পড়ুন: ডিজিটাল যুগেও এনালগ পবিপ্রবি
আরাফাত খান সাগর কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে ছাত্রজীবনের শুরু থেকে ছাত্রলীগের সঙ্গে কাজ করে এসেছি, ভবিষ্যতেও আজীবন ভালোবেসে যাবো এই সংগঠনকে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরেক জন পদ প্রত্যাশী রেজোয়ানা হিমেল বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের আবেদন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দ্রুত একটি কমিটি করা হোক যেন আমরা পবিপ্রবি ছাত্রলীগকে শক্তিশালী করতে পারি।
কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি অনুরোধ করে মো. সাইফ হোসেন বলেন, পবিপ্রবি ছাত্রলীগ যেন বেশিদিন কমিটিহীন না থাকে।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৭ সালের ২৫ জুলাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন শেষে মোশায়েদুল ইসলাম সাদিকে সভাপতি ও মো. রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। পরে ২০১৮ সালের ৯ মে ১৮৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।