১৯ মার্চ ২০২২, ১৯:১৮

সানি লিওনকে আমন্ত্রণকারী তাপসকে দ্রুত গ্রেফতারের দাবি ইসলামী ছাত্র খেলাফতের

ঢাকায় সানি লিওন দম্পত্তির সঙ্গে তাপস  © ফাইল ফটো

বলিউডের অভিনেত্রী সানি লিওনকে বাংলাদেশে আমন্ত্রণকারী গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ। 

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মু. আবুল হাসিম শাহী ও সেক্রেটারি জেনারেল মু. মুহিউদ্দিন ঢাকুবী এ দাবি জানান। 

বিবৃতিতে তারা বলেন, কৌশিক হোসেন তাপস দেশে বিজাতীয় অপসংস্কৃতি ও বেহায়াপনা আমদানি করে মুসলমানদের ঈমান আকিদা ও যুবসমাজের চরিত্র ধ্বংস করতে ওঠে-পড়ে লেগেছেন। এরই অংশ হিসেবে তিনি সানি লিওনের বাংলাদেশ সফরের ভিসা বাতিলের সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাকে বাংলাদেশে এনে পারিবারিক অনুষ্ঠানে নাচ-গান করিয়েছেন। সেই অনুষ্ঠানের অশ্লীল ভিডিও ক্লিপস ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিভাবকরা তাদের সন্তানদের নৈতিক অবক্ষয় নিয়ে চিন্তিত ও গভীরভাবে উদ্বিগ্ন। 

বিবৃতিতে এই দুই ছাত্র নেতা বলেন, ওলি-আওলিয়ার পুণ্যভূমি বাংলাদেশে ঈমান বিধ্বংসী তাপসের লাগাম টেনে ধরতে হবে। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে সানি লিওনকে বাংলাদেশে আনার দুঃসাহস পেলেন, তার খুঁটির জোর কোথায়, কীভাবে তিনি এত অর্থবিত্তের মালিক হলেন- তাও খুঁজে বের করতে হবে। বাংলা গানের নামে বিজাতীয় অপসংস্কৃতি আমদানি ও অশ্লীল গান প্রচারের কারণে গান বাংলা টিভির নিবন্ধন বাতিল করতে হবে। 

বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল দেশের ধর্মপ্রাণ তাওহিদি জনতাকে গান বাংলা টিভি ও এর কর্ণধার কৌশিক হোসেন তাপসের ইসলামবিরোধী তৎপরতা বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।