কক্ষ দখল নিয়ে ঢাবিতে ছাত্রলীগের দুই পক্ষের উত্তেজনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে একটি কক্ষের নিয়ন্ত্রণে নিতে ছাত্রলীগের দুইটি পক্ষ বিবাদে জড়িয়েছে। বিবাদের এক পর্যায়ে এক পক্ষ কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো হলে। পরে হল প্রভোস্টের মধ্যস্ততায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হলের ২১২ নম্বর কক্ষটি আগে থেকেই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ারের অনুসারীদের নিয়ন্ত্রণে ছিলো। তবে কক্ষটিতে এখন সভাপতির পক্ষের কয়েকজনও থাকছেন। মঙ্গলবার রাতে সাধারণ সম্পাদকের পক্ষ নিজেদের কয়েকজন কর্মীকে ওই কক্ষে তুলতে গেলে সভাপতির পক্ষের কর্মীরা বাধা দেন। একপর্যায়ে ওই কক্ষে তালা লাগিয়ে দেন সভাপতির অনুসারীরা। কক্ষটির নিয়ন্ত্রণ নিয়ে সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা বাগ্বিতণ্ডায় জড়ান।
এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, কক্ষটিতে আমার কর্মীরা থাকছেন দীর্ঘদিন ধরে। সাধারণ সম্পাদকের অনুসারীরা তাদের কর্মীদের তুলতে গিয়েছিলেন। এ নিয়ে জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে সমস্যা হয়েছিল।
হল শাখার সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার মুন বলেন, কক্ষটিতে তার কর্মীরা ছিলো। ওই কক্ষে শিক্ষার্থী তুলে দিতে গেলে সভাপতির পক্ষের লোকজন দরজায় তালা লাগিয়ে দেন।