ফাঁকা আসন পূরণের দাবিতে ভর্তিচ্ছুদের নীলক্ষেত অবরোধ আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ফাঁকা আসন পূরণের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধের ঘোষণা দিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় নীলক্ষেত অবরোধ করবেন বলে তারা জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার (১ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভর্তিচ্ছুদের পক্ষে সাঈফ নেওয়াজ চৌধুরী ও আরাফাত নামে দুই শিক্ষার্থী এই বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের প্রায় তিন হাজার আসন ফাঁকা থাকলেও ভর্তি স্থগিত রাখা হয়েছে। বিষয় মনোনয়নের সময় সাত কলেজের আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি বলা হলেও চূড়ান্ত মনোনয়নের পর বলা হচ্ছে আসন সংখ্যা ২৩ হাজার ২৬২টি। যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।
শিক্ষার্থীরা জানান, ফাঁকা আসন পূরণসহ দুই দফা দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি আমরা শাহবাগে সমাবেশ করেছি। এরপরও কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো কর্ণপাত করেনি। অথচ অনেক শিক্ষার্থী সাত কলেজে অপেক্ষমাণ থাকায় অন্য কোথাও ভর্তি হয়নি।
এই অবস্থায় দ্রুত সময়ের মধ্যে সাত কলেজের সবগুলো আসনে শিক্ষার্থী ভর্তি সহ দুই দফা দাবি আদায়ে আজ বুধবার নীলক্ষেত মোড় অবরোধ করা হবে। নীলক্ষেত মোড় অবরোধ শেষে ঢাবি ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেবে ভর্তিচ্ছুরা।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

নারীকে উত্ত্যক্ত করার জেরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ তিন গ্রামবাসীর, আহত শতাধিক

রাস্তা আটকে রিল বানিয়ে ভাইরাল স্ত্রী, চাকরি খোয়ালেন কনস্টেবল স্বামী
