নিউমার্কেট এলাকায় দোকানে হামলা ঢাকা কলেজ ছাত্রলীগের, আহত ৫ ব্যবসায়ী
ঢাকা কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে গাউছিয়া মার্কেটে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত ৫ দোকান কর্মচারীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) রাত ১০ টায় মিরপুর রোড সড়কে হঠাৎ জয় বাংলা স্লোগান দিয়ে এলোপাথাড়ি হামলা চালানো হয়। ঘন্টাব্যাপী এ সংঘর্ষ নিউমার্কেট থানা পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।
নিউমার্কেটসহ আশপাশের একাধিক ব্যবসায়ী বলেন, দোকানের কর্মচারীদের সঙ্গে এক দল শিক্ষার্থী বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের এক দল শিক্ষার্থী দোকান ভাঙচুর শুরু করে। তাদের দাবি, ছাত্রলীগের কর্মীদের হামলায় কর্মচারীর মাথা ফেটে যায়।
ছাত্রলীগের হামলায় দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। যদিও অনেকে বলছেন, হামলাকারীরা ছাত্রলীগের পরিচয় দিয়ে হামলা চালিয়েছে।
আরও পড়ুন: মেডিকেল ছাত্রাবাস থেকে ৫০ শিক্ষার্থীকে বের করে দিল ছাত্রলীগ
নিউ শর্মা কিং ফাস্ট ফুডের ম্যানেজার বলেন, ঢাকা কলেজের ছাত্ররা জয় বাংলা স্লোগান হঠাৎ অতর্কিত হামলা চালায় কাস্টমার আতংকিত হয়ে দৌড়ে আত্মরক্ষা করে। আমার দোকানের আমিসহ চারজন মো. শরিফ (২২), শিপলু (৩৫), শিহাব (২৩) আহত হয়। একজনের অবস্থা গুরুতর বিধায় ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়।
গাউছিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি বাবু জানান, ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আমরা বসেছি। তারা আমাদের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেছেন।
ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শুভ্র দেব হালদার বাপ্পি হামলার ঘটনা অস্বীকার করে বলেন, এক দোকানি শিক্ষার্থীদের গায়ে হাত দেয়। এরপর শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। হামলা এবং লুট করার ঘটনা মিথ্যা।
রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, যারাই হামলা চালিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তাদের ক্ষয়ক্ষতি দেখেছি। সিসি ক্যামেরা পর্যালোচনা করা হবে। যদি কোনো ছাত্র সংগঠন বা কোন নেতৃত্বের কথা বলে যদি এই বিশঙ্খলা করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।