ফুল দেয়া নিয়ে মহসিন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ
চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে শহীদ দিবসের ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে চার শিক্ষার্থী আহত হন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন- কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রিয়াজ (১৯), মো. সুলতান (১৯), প্রিন্স দাস (১৯) এবং মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী বোরহান উদ্দিন (২৬)।
আরও পড়ুন: ছাত্রলীগ পরিচয়ে শহীদ মিনারের মূল বেদীতে ওঠার চেষ্টা, হামলা
এক গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে নামার সময় অন্য গ্রুপের নেতাকর্মীদের সাথে শুরু কথাকাটাকাটি। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে শুরু হয় দু’পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টাধাওয়া ঘটে। এ সময় ইটপাটকেলের আঘাতে আহত হয় তিনজন। দু’পক্ষের পাল্টাপাল্টি শ্লোগানে কলেজ ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, দুটি পক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। মূলত, ফুল দেওয়াকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে এ ঘটনা হয়। তাঁরা আবার ছাত্রসংগঠনের বিভিন্ন পক্ষভুক্ত। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রসঙ্গত, মহসিন কলেজে ছাত্রলীগের দুটি পক্ষ সক্রিয়। একটি পক্ষ নিজেদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচয় দেয়। অপর পক্ষটি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।