ছাত্রলীগ পরিচয়ে শহীদ মিনারের মূল বেদীতে ওঠার চেষ্টা, হামলা
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে উঠতে না দেয়ায় বিএনসিসি ক্যাডেটের উপর চড়াও হয়ে হামলার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ পরিচয়দারীর বিরুদ্ধে। সোমবার (২১ শে ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে শৃঙ্খলা ভেঙ্গে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফুলে ফুলে ফুটে উঠলো শহীদ মিনার
বিএনসিসি সূত্রে জানা যায়, হঠাৎ করে ৪/৫ জনের একটি দল বিএনসিসি স্বেচ্ছাসেবকদের শৃঙ্খলা ভেঙে ছাত্রলীগ পরিচয় দিয়ে শহীদ মিনারের মূল বেদিতে পাশ ছাড়াই উঠার চেষ্টা করে। এতে বিএনসিসির ক্যাডেটরা বাঁধা দিলে কেন ঢুকতে দেয়া হবেনা, এ নিয়ে তাদের সাথে তর্কে জড়ায়। এক পর্যায়ে বিএনসিসি ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিজেন্ট বিমান শাখার এক ক্যাডেটের র্যাংক ব্যাজ ছিড়ে ফেলে এবং হাতাহাতিতে জড়ায়। এরপর তাৎক্ষণিকভাবে বিএনসিসি, অন্যান্য স্বেচ্ছাসেবক ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ব্যাপারটি মীমাংসা করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ব্যাপারে আমরা একটি অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্টদের বলেছি অভিযুক্তদেরকে চিহ্নিত করতে। তারা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী হয়ে থাকে তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, অভিযুক্ত ছাত্রলীগ পরিচয়দারীদের পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুন: ‘সেকেন্ড টাইম’ থাকছে জাবিতে!
এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি এই শ্রদ্ধা জানানো হয়। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ছয়টায় প্রভাত ফেরীতে অংশ নিয়ে শ্রদ্ধা জানান তারা। প্রভাত ফেরীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন অংশ নেয়।
সাড়ে ছয়টায় উপাচার্যের বাসা থেকে র্যালী শুরু হয়ে প্রথমে আজিমপুর কবরস্থানে যায়। সেখানে ভাষা শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য। পরে র্যালীটি পলাশী মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে। উপাচার্যের নেতৃত্বে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, আবাসিক হল শ্রদ্ধা নিবেদন করে।