০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ১৮ হলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদকরা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি আবাসিক হলের নবনির্বাচিত ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। আগামীকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন করবেন তারা। এ সময় তারা জাতির পিতার স্মৃতি জাদুঘরও (পিতার আলয়) পরিদর্শন করবেন।

আজ রবিবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম  স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞটিতে বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আগামীকাল শ্রদ্ধা নিবেদন করা হবে এবং এসময় জাতির পিতার স্মৃতি জাদুঘরও (পিতার আলয়) পরিদর্শন করা হবে। কর্মসূচিতে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ১৮টি হলের হল সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে গত বুধবার (২ ফেব্রুয়ারি) এসব হলে নতুন কমিটির ঘোষণা করা হয়।

এর আগে ২০১৬ সালের ১৩ ডিসেম্বরে হলগুলো ছাত্রলীগের কমিটি সভাপতি-সাধারণ সম্পাদক পায়। ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ ৫ বছর পর বুধবার এসে নতুন কমিটির মুখ দেখে হলগুলো।