রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক
রাজশাহী মহানগরীর সোনাদীঘি মণিচত্বর এলাকার একটি রেস্টুরেন্ট থেকে শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ।
রবিবার (০৯ জানুয়ারি) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে শহরের একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করে বোয়ালিয়া থানা পুলিশ।
আরও পড়ুন: শিবির করলেই তাকে মারতে হবে: লেখক ভট্টাচার্য
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিবিরের ওই নেতাকর্মীরা একটি রেস্তোরাঁয় বসে নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে ওই ১৫ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: মুজিব বর্ষেই জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি ছাত্রলীগের
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, তারা সেখানে সরকার বিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনা করছিল। বর্তমানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তারা কে কোন পর্যায়ের নেতা তা এখনো জানা যায়নি।