১৬ ডিসেম্বর ২০২১, ২৩:০৮

সারাদেশে অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আহত, প্রতিবাদে বিক্ষোভ

প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ  © টিডিসি ফটো

মহান বিজয় দিবসে উপলক্ষে বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ কর্তৃক শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ ও সারাদেশে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পনের কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

এ হামলায় অধিকার পরিষদের অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বিজয় দিবসের প্রোগ্রামে যারা হামলা চালায়, তারা মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী। ছাত্র অধিকার পরিষদ মুক্তিযুদ্ধের প্রকৃত আদর্শকে ধারণ করে বিজয় দিবসে হামলাকারীকে প্রতিহত করবে।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, হামলার সাথে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সামাজিক বয়কটের মাধ্যমে তাদেরকে রাজনীতিতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুশিয়ারি প্রদান করেন। এছাড়া সমাবেশে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য নেতারা বক্তব্যে রাখেন।

বাংলাদেশ ছাত্র অধিকার সূত্রে জানা যায়, ছাত্র, যুব, শ্রমিক এবং গণ অধিকার পরিষদ কর্তৃক মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় শরীয়তপুর, লক্ষ্মীপুর, জামালপুর, রাঙামাটি, পাবনা, কুড়িগ্রামের নাগেশ্বরীসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবলীগ এবং শ্রমিক লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে সারাদেশে শতাধিক নেতাকর্মী আহত হন এবং এদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগেও ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃত্বে ডাকসু কার্যালয়ে, বগুড়া, ময়মনসিংহ এবং ১৭ নভেম্বর টাঙ্গাইলে অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।