খালেদা জিয়া নয়, বাংলাদেশ আজ ‘মৃত্যুপথযাত্রী’: নুর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক (ডাকুস) ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নয়, বাংলাদেশ আজ মৃত্যুপথযাত্রী। আজ বাংলাদেশের জনগণ মৃত্যুপথযাত্রী।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ও স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
পড়ুন: খালেদা জিয়ার মুক্তি-সুচিকিৎসার দাবিতে ইউট্যাবের ৬২৫ শিক্ষকের বিবৃতি
নুর বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুটি দৃষ্টিকোণ থেকে শ্রদ্ধা করি। একটা হচ্ছে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার কারণে। আন্দোলনে আপসহীন থেকে তিনি নির্বাচন করেননি।
পড়ুন: খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দাবি ঢাবি সাদা দলের
দ্বিতীয় কারণের কথা জানিয়ে নুর বলেন, খালেদা জিয়া বিদেশী বিভিন্ন শক্তির কাছে নতজানু হয়ে ক্ষমতায় থাকতে চাননি। যে কারণে তিনি ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে ডিস্টার্ব করেছে।
পড়ুন: বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে: তথ্যমন্ত্রী
‘দেশে যখন ৬৪ জেলায় বোম্বিং হয়েছিল সেদিন খালেদা জিয়া সম্ভবত চীনের বেইজিংয়ে পা রেখেছিলেন। এখানে নানা আন্তর্জাতিক সমীকরণ আছে, সেখানে তার (খালেদা জিয়া) গুণ হচ্ছে ক্ষমতায় থাকার জন্য তিনি দেশের স্বার্থ বিকিয়ে দেননি।’
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে নুর বলেন, একটা অমানবিক সরকারের কাছে মানবিকতা আশা করবেন এটা হয়? হয় না। একটা মানুষ চিকিৎসা পাবে, এটা তার মৌলিক অধিকার, আইনগত অধিকার, সাংবিধানিক অধিকার। আইনের দোহাই দিয়ে যারা ক্ষমতায় আছে তারাই সবচেয়ে বেআইনি কাজ করেছে।
রাজনীতি থেকে আরও পড়ুন