নোবিপ্রবি ছাত্রলীগের শীর্ষ দুই পদে প্রার্থী ৪১২ জন
- আব্দুল কবীর ফারহান, নোবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১০:৫৫ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১, ১১:১২ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে শীর্ষ দুই পদের জন্য (সভাপতি ও সাধারণ সম্পাদক) ৪১২ জন পদপ্রত্যাশী জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ ক্রীড়া সম্পাদক শরীফ বায়েজিদ ইবনে মাহমুদ কোতোয়াল।
আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে নোবিপ্রবি ছাত্রলীগের পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত (সিভি) গ্রহণ করে নোবিপ্রবি ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-ক্রীড়া সম্পাদক শরীফ বায়েজীদ ইবনে মাহমুদ কোতোয়াল, উপ-আন্তর্জাতিক সম্পাদক এস এম মাহবুবুর রহমান সালেহী, সহ-সম্পাদক সৈয়দ ফয়সাল হাসান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশীরা কর্মীদের নিয়ে স্লোগানে স্লোগানে এসে জীবন বৃত্তান্ত প্রদান কার্যক্রমে অংশ নেয় এবং সিভি প্রদান করে।
সিভি সংগ্রহের বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-ক্রীড়া সম্পাদক শরীফ বায়েজীদ ইবনে মাহমুদ কোতোয়াল বলেন, আমরা নোবিপ্রবি ছাত্রলীগের ৪১২ জন পদপ্রত্যাশীর সিভি গ্রহণ করেছি। আমাকে দায়িত্ব দেয়ার পর যেভাবে সুন্দর হয় চেষ্টা করছি। আমরা কেন্দ্রীয় কমিটি থেকে দায়িত্বপ্রাপ্ত টিম চেষ্টা করব দীর্ঘদিন যাবত যেহেতু এই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম গতিশীল না, যতদ্রুত সম্ভব গতিশীল করা যায়। সবকিছু সুন্দরভাবে থাকলে ১৬ ডিসেম্বরে বিজয়ের আনন্দ যেন নতুন কমিটির মধ্য দিয়ে ভাগাভাগি করতে পারে সেই চেষ্টা করব।
তিনি আরও বলেন, নোবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটিতে পদ প্রত্যাশীদের নৈতিক দিক বিবেচনা করা হবে, সংগঠনের সংবিধান পরিপন্থী কোন কাজের সঙ্গে যুক্ত কিনা তা দেখা হবে এবং পদ প্রত্যাশীরা অগ্রাধিকার পেতে পারিবারিক ব্যকগ্রাউন্ড স্বচ্ছ থাকতে হবে।
এর আগে গত ২২ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নোবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে সিভি আহবান করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে সিভি আহবান করা হয়।