২৬ নভেম্বর ২০২১, ২১:৫২

‘হাফপাস’ আন্দোলনে জয়ের সতর্কতা

আল নাহিয়ান খান জয়  © ফাইল ফটো

পরিবহনে হাফ ভাড়া শিক্ষার্থীদের শুধু দাবি নয়, এটা তাদের অধিকার বলে মনে করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। শিক্ষার্থীদের আন্দোলনে একাত্বতার সঙ্গে সঙ্গে তিনি এ আন্দোলনের নামে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক করেছেন তিনি। বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জয় এসব কথা বলেন।

জয় বলেন, আমি মনে করি শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সঙ্গে পরিবহন মালিকদের একমত হওয়া উচিত। কারণ পরিহবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া- এটা যুগ যুগ ধরে চলে আসছে। সেই জায়গা থেকে সবার কাছে অনুরোধ থাকবে, যারা পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত, তারা যেন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদের পাশে থাকেন।

শিক্ষার্থীদের এ আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক করে ছাত্রলীগ সভাপতি বলেন, কেউ যেন এই যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে পেছনে থেকে কলকাঠি নেড়ে অযৌক্তিক কোন দাবি-দাওয়া পেশ করতে না পারে- সেদিকে সবাই সচেতন থাকবেন।

পড়ুন: ‘হাফ ভাড়া’ আন্দোলনে ছাত্রলীগও মাঠে থাকবে: লেখক ভট্টাচার্য

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জয় আরও বলেন, আপনারা সবাই সচেতন থাকবেন। স্বাধীনতাবিরোধী কুচক্রি মহল ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে। দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি বিনষ্ট করতে চায়। আপনারা জানেন ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। শিক্ষার্থীরাই আমাদের একমাত্র সম্বল। সেই শিক্ষার্থীদের সংগঠন হিসেবে আমরা সবাইকে বলবো আপনারা সবাই সচেতন থাকবেন।

‘হাফপাস’ আন্দোলনে ছাত্রলীগের পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা পরিবহন সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছি, তারা যেন এই দাবি মেনে নেয়। পরিবহন মালিকরা সেবামূলক ব্যবসা করছেন। সেখান থেকেই আসলে শিক্ষার্থীদের কথা চিন্তা করে যদি এগিয়ে আসেন তাহলে আমরা তাদের ধন্যবাদ জানাব।