মহাখালীতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলার অভিযোগ

ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা
ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা  © ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের বাসভাড়া অর্ধেক (হাফপাস) করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে মহাখালীর আমতলীর মোড়ে মানববন্ধন করার সময় এই হামলা হয় বলে শিক্ষার্থীদের অভিযোগ।

শিক্ষার্থীরা বলছেন, মানববন্ধন চলাকালীন তিতুমীর কলেজ ছাত্রলীগের ১৫ থেকে ৩০জন নেতাকর্মী এসে তাদের বাঁধা দেয়। এদিকে সরকার দলীয় নেতাকর্মীদের দাবি আন্দোলনকারীরা তিতুমীর কলেজের শিক্ষার্থী নয়।

আন্দোলনকারী শিক্ষার্থী রাব্বী বলেন, আমরা হাফপাসের জন্য আন্দোলন করছি। গলায় আইডি কার্ড থাকার পরও এসে বহিরাগত বলে আমাদের উপর হামলা করা হয়েছে। তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর ও অযৌক্তিকভাবে গণপরিবহনে ভাড়াবৃদ্ধি প্রত্যাহারসহ নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ৫ দফা দাবিতে সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করছে। তাদের দাবিগুলো হলো-

১. গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করতে হবে।
২. সড়ক, নৌ ও রেলপথসহ সর্বস্তরে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে।
৩. জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম কমাতে হবে।
৪. যানজট রাস্তার ধারণক্ষমতা বিবেচনায় ব্যাক্তিগত পরিবহন হ্রাস, গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থার মানোন্নয়ন নিশ্চিত করতে হবে৷
৫. সকল গণপরিবহনে কাউন্টার ভিত্তিক টিকিট সিস্টেম চালু করতে হবে।


সর্বশেষ সংবাদ