চট্টগ্রাম মেডিকেলে রাজনীতি নিষিদ্ধ চান সাবেক ছাত্রলীগ নেতারা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০২:৪৪ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২১, ০২:৪৪ PM
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনার পর সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। শুধু ছাত্রলীগ নেতারাই নয়; চট্টগ্রাম মেডিকেল কলেজে হামলার ঘটনায় কঠোর পদক্ষেপ নেয়ার দাবি স্বাধীনতা চিকিৎসক পরিষদ।
চমেক ছাত্র সংসদের সাবেক ভিপি মফিজুর রহমান জুম্মা বলেন, চমেকে এখন বিরোধীদল নেই। তারপরও এমন সংঘর্ষে জড়ানোর কারণ আমার বোধগম্য নয়। একই দলের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে তাই বলে এমন সংঘর্ষে জড়ানোর মানে হয় না।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. ফয়সল ইকবাল জানান, অভিভাবকরা অনেক আশা নিয়ে তাদের সন্তানদের চিকিৎসক হতে পাঠান। কিন্তু পড়ালেখা করতে এসে তারা এভাবে সহিংসতায় জড়াবে সেটা মেনে নেয়ার মতো না। চমেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি।