নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ভবঘুরে ও উদ্বাস্তু উচ্ছেদ এবং যানবাহন নিয়ন্ত্রণসহ নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ দাবিতে মানববন্ধন করে পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার শতবর্ষ পালন করেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দেয়ার যে দায়িত্ব গ্রহণ করার কথা ছিল তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য বড় বড় মেগা প্রজেক্ট হাতে নেয়া হচ্ছে, কর্মকর্তা, কর্মচারীদের থাকার জন্য বড় বড় ভবন নির্মাণ করা হচ্ছে কিন্তু শিক্ষার্থীদের যে আবাসন সমস্যা তার জন্য কোন ব্যবস্থা নেয়া হয় না। এর কারণ হিসেবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপরাজনীতির বলি হিসেবে থাকতে হয়।

এ সময় ঢাবি প্রসাশনকে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা বলে তিনি বলেন, অবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে; বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংস্কার করে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে যান চলাচল বন্ধ করতে হবে; ভবঘুরে, নেশাখোর মুক্ত ক্যাম্পাস তৈরি করতে হবে।

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ বলেন,শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন কোন সুচিন্তিত পদক্ষেপ নেয়নি? ক্যাম্পাসের মধ্য দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল করে। এটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হতে পারে না।

ঢাবি প্রশাসনের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, প্রশাসনকে অতি দ্রুত সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভবঘুরে উচ্ছেদ, মাদকাসক্ত নির্মূল করা এবং যানবাহন নিয়ন্ত্রণের মাধ্যমে শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত, উপ-প্রচার সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।


সর্বশেষ সংবাদ