ছাত্রলীগ সভাপতি জয়ের জন্মদিন আজ
আজ ৩০ অক্টোবর। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী ও কর্মীরা। তাছাড়া দোয়া মাহফিল, গরীব-দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানান আয়োজন করেছেন সংগঠনটির বিভিন্ন শাখার নেতাকর্মীরা।
তবে কততম জন্মদিন উপলক্ষ্যে এসব আয়োজন তা জানেন না কেউ! সংগঠনটির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, আজ জয় ভাইয়ের জন্মদিন তাই ফেসবুকে উইশ করছি। অনেকে নানান আয়োজনও করেছে। তবে কততম সেটা কেউ জানেনা।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনটির কেন্দ্রীয় এক সহ-সভাপতি জানান, আজকে জয় ভাইয়ের ৩১তম জন্মদিন ছিল। তবে আমি নিশ্চিত না। উনিতো (জয়) বিষয়টি গোপন করে রেখেছেন। তাই সঠিকটা জানা খুবই কঠিন। তবে সবার মুখে মুখে ৩১তম জন্মদিনের বিষয়টি জেনেছি।
এ বিষয়ে জানতে আজ রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি জয়ের সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন জয়। বরিশাল থেকে এসএসসি পাস করে ঢাকা কমার্স কলেজে এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০৮-০৯ সেশনে ভর্তি হন জয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই রাজনীতিতে পুরোদমে সম্পৃক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক পরে সাধারণ সম্পাদক, এরপর কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পান।
২০১৯ সালে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানীকে সরিয়ে দেওয়া হলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয়কে।
এরপর ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে জয়কে ভারমুক্ত করে পূর্নাঙ্গ সভাপতির দায়িত্ব দেওয়া হয়।