জাবি ছাত্র ইউনিয়নের ৩০তম সম্মেলন ৩১ অক্টোবর

জাবি ছাত্র ইউনিয়নের ৩০তম সম্মেলন ৩১ অক্টোবর
জাবি ছাত্র ইউনিয়নের ৩০তম সম্মেলন ৩১ অক্টোবর  © ফাইল ছবি

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ‘আমাদের ধর্ম হোক ফসলের সুষম বণ্টন, পরম স্বস্তির মন্ত্রে গেয়ে ওঠো শ্রেণীর উচ্ছেদ’ স্লোগানে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

সংগঠনটির বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি আজ শুক্রবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকিবুল রনি বলেন, সংগঠনের কার্যক্রমকে অধিকতর গতিশীল করার জন্য আগামী ৩১ অক্টোবর ৩০তম সম্মেলন আহ্বান করা হয়েছে। সম্মেলন সফল করার লক্ষ্যে কাবেরী সুলতানা জ্যোতিকে সভাপতি এবং তাসবিবুল গণি নিলয়কে আহ্বায়ক করে ইতোমধ্যে ৪১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, ৩১ অক্টোবর সকাল ১১টায় সম্মেলন উদ্বোধন করবেন জাবির দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। সম্মেলনে জাবি সংসদ ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তুষার ধরের সভাপতিত্বে সম্মেলন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তাহসীন মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম এবং সাংস্কৃতিক সম্পাদক শুভ বণিক।

সম্মেলন উপলক্ষে ওইদিন দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে সহিংসতা বিরোধী কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, মেহেদী হক, জাহিদ জামিল এবং জাবি শিক্ষার্থী চন্দ্রিমা হক ইরাবতী'র আঁকা কার্টুন প্রদর্শন করা হবে বলে তিনি আরো জানান।


সর্বশেষ সংবাদ