জবির মাঠ রক্ষায় ছাত্র জোটের সংহতি সমাবেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠ রক্ষার দাবিতে পুরান ঢাকায় সংহতি সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়রা অংশগ্রহণ করেন।
সোমবার (৪ অক্টোবর) ধূপখোলা মাঠের সামনে এ সংহতি সমাবেশ করেন তারা।
এ সময় বক্তারা ধূপখোলা মাঠে মার্কেট নির্মাণের তীব্র নিন্দা জানান এবং মাঠ রক্ষায় সবাইকে সিটি করপোরেশনের দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সুমাইয়া সোমা। সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন।
এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপক শীল ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়।