০২ অক্টোবর ২০২১, ১৯:৩৭

ঢাবি প্রশাসনের এবারের ভূমিকা সন্তোষজনক: বিন ইয়ামিন মোল্লা

বিন ইয়ামিন মোল্লা  © ফাইল ফটো

ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এবারের ভূমিকা সন্তোষজনক বলে উল্লেখ করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। শনিবার (২ অক্টোবর ২০২১) দ্যা ডেইলি ক্যাম্পাসকে মুঠোফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দীর্ঘদিন পর একটি মুখরিত পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই। ঢাকাসহ দেশের অন্যান্য কেন্দ্রে আমাদের প্রায় ১ হাজার নেতাকর্মী শিক্ষার্থীদের সাহায্যে কাজ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ডেস্ক বসানোর অনুমতি দেয়া হয়নি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। এর বাহিরে সব জায়গায় পরিস্থিতি স্বাভাবিক ছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ বারের ভুমিকা সন্তোষজনক।

বিন ইয়ামিন মোল্লা আরও বলেন, ছাত্রসংগঠনগুলোর ইতিবাচক কাজে বাধা না দিয়ে এভাবেই সবাইকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ দেয়া উচিত। এতে শিক্ষার্থীদের পাশাপাশি সংগঠনগুলোর কাজেও গতি আসে। আমি আশা করি, ভবিষ্যতেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে সবার জন্য সমান সুযোগ থাকবে।

এদিকে একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের ফুল-কলম বিতরণ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান সংগঠনটির ঢাবি শাখা আহবায়ক, মো: রাকিবুল ইসলাম রাকিব। শিক্ষার্থীদের সহযোগিতায় দলীয় কর্মসূচি পালনে সহায়ক  পরিবেশ পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।