ভর্তিচ্ছু-অভিভাবকদের আপ্যায়নে কার্পণ্য করেনি চবি ছাত্রলীগ
আজ শুক্রবার (১ অক্টোবর) শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা। এবারই প্রথম বিভাগীয় অঞ্চলগুলোতে হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা অনেকেই জানেন না তাদের কেন্দ্রের অবস্থান। যারা অভিভাবক ছাড়া আসেন তাদের মূল্যবান জিনিস কাগজপত্র মোবাইল ফোন ব্যাগ ইত্যাদি রাখা নিয়ে সমস্যায় পড়তে হয়। এমন সব অসুবিধা দূর করার জন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে চবি শাখা ছাত্রলীগ।
কার্যক্রমের অংশ হিসেবে চবি ছাত্রলীগ ভর্তিচ্ছুদের তথ্য সেবার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে হেল্প ডেস্ক ও তথ্য সরবরাহ কেন্দ্র স্থাপন করে। জরুরি স্বাস্থ্য সেবা শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও পাশে ইমার্জেন্সি মেডিকেল টিম স্থাপন করে। জরুরি প্রয়োজনে প্রস্তুত ছিলো জয় বাংলা বাইক সার্ভিস। এছাড়াও ভর্তি পরীক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে খাবার পানি বিতরণ, মাস্ক ও কলম বিতরণ করা হয়।
এই বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা আমাদের অতিথি, তাই অতিথিদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য আমরা সজাগ আছি। আমাদের এই কার্যক্রম যতদিন ভর্তি পরীক্ষা চলবে ততদিন অব্যাহত থাকবে।
চবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম্বার দিয়ে দিয়েছি যাতে যে কোনো পরীক্ষার্থীর যে কোন সমস্যায় আমরা পাশে দাঁড়াতে পারি।
এই সময় আরও উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমন নাসির, সাবেক উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার, চবি ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় সহ আরো শতাধিক নেতাকর্মী ।