২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪২

শিক্ষার্থীদের চুল কাটার ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়ন

বিভাগের চেয়ারম্যানের নির্দেশে ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়া হয়  © ফাইল ছবি

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধরে তাদের মাথার চুল কেটে দিচ্ছেন। শিক্ষকদের শিক্ষার মান, নৈতিকতা কতটা নিচু হলে এমন আচরণ করতে পারে তা ভাবলেও বিস্মিত হতে হয়।

ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, এই ঘটনা প্রমাণ করে যে দেশের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা কতটা কর্তৃত্ববাদী ও অনৈতিক। আমরা সহকারী প্রক্টর ও বিভাগীয় শিক্ষার্থীদের এহ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার মান ও ছাত্রদের ভবিষ্যৎ নিয়েও বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন ছাত্র সংগঠনটির নেতৃবৃন্দ।

গত রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যানের নির্দেশে বিভাগটির ১৪জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়া হয়। পরে তারা এ ঘটনার প্রতিবাদ জানালে তাদের বিভিন্ন ভয়-ভীতি দেখানো হয় বলে শিক্ষার্থীদের অভিযোগ।

                  আরও পড়ুন: ১৪ ছাত্রের চুল কেটে দিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর

                  আরও পড়ুন: ১৪ ছাত্রের চুল কেটে দেওয়ার প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা

এ ঘটনায় এক ছাত্র ফেসবুকে স্টাটাস দিলে তাকে ডেকে নিয়ে বহিস্কারের হুমকি দেন ওই চেয়ারম্যান। অপমান সইতে না পেরে সোমবার রাতে নিজ কক্ষে আত্মহত্যার চেষ্টা চালান ওই ছাত্র।

এসব ঘটনা নিয়ে মঙ্গলবার সকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করেছে।