জীবিত থাকতে বিনা ভোটের নির্বাচন হতে দেব না: নুর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, মানুষ যখন আগামী নির্বাচন নিয়ে সরব হয়েছেন, তখন বিএনপিসহ বিভিন্ন বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর ধরপাকড় শুরু হয়ে গেছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ছাত্র অধিকার পরিষদে’র নব গঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
নুরুল হক নুর বলেন, এই সরকার আতঙ্কিত বোধ করছে। সময় ঘনিয়ে আসছে—এটা বুঝতে পেরেছে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মুগুরের ব্যবস্থা করতে হবে। জীবিত থাকতে বিনা ভোটের নির্বাচন হতে দেব না।
বর্তমান সরকারের সমালোচনা করে নুর আরও বলেন, দেশে অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার চলছে। রাজনীতির মাঠকে রাজনৈতিক নেতৃত্ব শূন্য করে দেওয়া হচ্ছে। সরকার রাজনৈতিক দলগুলোকে দাঁড়াতে দিচ্ছে না। ক্ষমতায় টিকে থাকতে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।
তিনি বলেন, আগে ছিল সামরিক শাসন, এখন দেখছেন পুলিশি শাসন। মোদিবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাদের মামলা প্রত্যাহার করতে হবে।
ছাত্র অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান সভায় সভাপতিত্ব করেন। সংগঠনের বিগত কমিটির কার্যপরিধির নথি নতুন কমিটির নেতাদের কাছে হস্তান্তর করেন তিনি। এতে অন্যদের মধ্যে ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ বক্তব্য দেন।