০৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৩

কারাগারে বসেই মাস্টার্স পরীক্ষার দেবেন ছাত্র অধিকারের সোহেল

গাজীপুরের কাশিমপুর কারাগার  © ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকেই মাস্টার্স পরীক্ষা দেয়ার অনুমতি পেয়েছেন ছাত্র অধিকার পরিষদের তিতুমীর কলেজ শাখার সভাপতি সোহেল মৃধা। রোববার (৫ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী কারাগারেই তার পরীক্ষা গ্রহণের আদেশ দেন। সোহেল মৃধা তিতুমীর কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে মিছিল থেকে মতিঝিলে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি। কারাগারে থাকা অবস্থায় আগামী ৯ সেপ্টেম্বর তার পরীক্ষার সময়সূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানির তারিখ রয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর। এ অবস্থায় গত ২ সেপ্টেম্বর তার পক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম কারাবিধি অনুযায়ী পরীক্ষা গ্রহণের আবেদন করেন।

আবেদনের পক্ষে রোববার আইনজীবী খাদেমুল ইসলাম, মো. পারভেজ ও এএইচএম মঞ্জুরুল কবির মাসুদ শুনানি করেন।

আইনজীবী মো. পারভেজ শুনানিতে বলেন যে, ‘এই পরীক্ষা দিতে না পারলে একজন মেধাবী ছাত্রের ভবিষ্যৎ বিনষ্ট হবে। এটা তার সারা জীবনের বিষয় তাই তার পরীক্ষা কারাগারে গ্রহণের অনুমতি দিয়ে তার জন্য ন্যায় প্রতিষ্ঠা করা হোক। এই পরীক্ষা তার মৌলিক অধিকারের বিষয়, তার জীবনের প্রশ্ন।’

রাষ্ট্রপক্ষ মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মোতালেব হোসেন উপস্থিত থাকলেও বিরোধিতা করেননি।

শুনানি শেষে বিচারক কারা কর্তৃপক্ষকে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে আদেশ দেন। আদেশের কপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, তিতুমীর কলেজের অধ্যক্ষ এবং বাংলা কলেজের কেন্দ্র তত্ত্বাবধায়ককে পাঠানো হয়।