০১ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৪

শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে শ্রেণিকক্ষের তালা ভাঙ্গার ঘোষণা

ছাত্র সমাবেশ  © টিডিসি ফটো

চলতি সেপ্টেম্বরের মধ্যেই বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া না হলে ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষকদের ক্লাস নেয়ার পাশাপাশি তালা ভেঙ্গে ক্লাসে প্রবেশ করার ঘোষণা দিয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতারা। আজ বুধবার (১ সেপ্টেম্বর) দুুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক ছাত্র সমাবেশে তারা এই হুমকি দেন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি অনিক রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন এর প্রচার সম্পাদক তাওফিকা প্রিয়া, পাহাড়ি ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শুভাশিস চাকমা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর কেন্দ্রীয় নেতা মুহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ মাস ধরে সরকার শিক্ষার্থীদের সাথে বালুখেলা খেলে আসছেন। সব রকম প্রতিষ্ঠান খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের সাথেই এমন অযৌক্তিক আচরণ। শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে সরকারের কোন মাথা ব্যথা নাই। কারণ তারা জানে, তারা অবৈধভাবে ক্ষমতায় থেকে যে দুর্নীতি দুঃশাসন কায়েম করে রেখেছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে হয়ত শিক্ষার্থীদের ক্ষোভের তোড়ে তাদের গদিচ্যুত হতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল মামুনের কথা উল্লেখ করে নেতারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে কী করার সেটা শিক্ষকরা দেখিয়ে দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল মামুন ক্লাস নেওয়া শুরু করেছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তালা ভেঙ্গে ক্লাসে প্রবেশ করেছিলেন। সুতরাং যদি আমাদের দাবি না মানা হয় তো আমরা ও দেখিয়ে দিব আমরা কি করতে পারি। সেপ্টেম্বর মধ্যেই যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া না হয় তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষকরা ক্লাস নিবেন। তালা ভেঙ্গে ক্লাসে প্রবেশ করা হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার বিরোধিতা সমাবেশে বলা হয়, গত বছর অটোপাশের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় যে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে সিলেকশন একটি অনৈতিক সিদ্ধান্ত।